প্রতিশ্রুতি অনুযায়ী উদ্বোধনী সেমিস্টারের শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দিয়েছে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) কর্তৃপক্ষ। সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সামাদ বানু টাওয়ারের নিজস্ব মিলনায়তনে এসব ল্যাপটপ হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে সংযুক্ত হন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন।

এসময় তিনি বলেন, দক্ষতা ভিত্তিক শিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন কাজ করছে ইউসেট। চতুর্থ শিল্প বিপ্লবের এ সময়ে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। তাই ইউসেট সঠিক সময়ে শিক্ষার্থীদের নিয়ে কাজ শুরু করে লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে।

চলতি বছরে মার্চে বিশ্ববিদ্যালয়টি উদ্বোধনী সেমিস্টারে শিক্ষার্থী ভর্তির সময় নতুন শিক্ষার্থীদের ল্যাপটপ উপহারের ঘোষণা দিয়েছিল। করোনা মহামারির কারণে এটি প্রদানে কিছুটা বিলম্ব হলেও তা প্রদানে সক্ষম হওয়ায় সবাইকে কৃতজ্ঞতা জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মিয়া এ.কে.এম আল-ইমাম।

বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য এম মোরতাজা হাসান স্বাগত বক্তব্যে আসছে জানুয়ারি সেমিস্টারে দক্ষতা ভিত্তিক জ্ঞান অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের ইউসেটে ভর্তির আমন্ত্রণ জানান।

ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মিয়া এ.কে.এম আল-ইমাম বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষক তামান্না আবদুল্লাহ এবং সিএসই’র শিক্ষক ফারহানা আক্তার বাঁধনকে সাথে নিয়ে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সোসাইটি অ্যান্ড কালচারের শিক্ষক জিনাত আলফাজ পিংকি, গণিতের শিক্ষক সেলিম হোসেন, অ্যাসিসট্যান্ট রেজিস্ট্রার এমআরএইচ খান সালমান এবং ল্যাপটপ উপহার পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ২ জন শিক্ষার্থী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরক্টের (এডমিন) মোঃ মুসলিম মিয়া।

বছরে দুই সেমিস্টার পদ্ধতিতে এই বিশ্ববিদ্যালয়ে চারটি বিভাগে ভর্তি নিচ্ছে। এগুলো হলো-বিবিএ, সিএসই, অর্থনীতি এবং ইংরেজি সাহিত্য বিভাগ। এছাড়া ত্রিপলি বিভাগটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Leave a Comment

Information

Campus: Kazibari Bus Stand, Narayanganj Road, Fatullah, Narayanganj, Dhaka - 1430, Bangladesh

Email: [email protected]

Admission Office: 09611 `95 `95 , 01733 360 664, 01756 897059

Registrar Office : 01748 883 159 +88-09611195195